Daily

সাবস্ক্রিপশন ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম। কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যা নিঃসন্দেহে একটা দারুণ খুশির খবর। এবার তাদের কন্টেন্ট বা স্টোরি দেখতে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে ইনস্টাগ্রাম উপভোক্তাদের। তাও আবার প্রতি মাসের ভিত্তিতে। এতে তাদের আয়ের দিকটাও সুনিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি মেটার তরফে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
সবার প্রথম এই সাবস্ক্রিপশন ইন-অ্যাপ পারচেজ ফিচার চালু হয়েছিল আমেরিকায়। জানা গিয়েছে, প্রতি মাসে সর্বনিম্ন ০.৯৯ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৪.৯৯ ডলারের সাবস্ক্রিপশন প্ল্যান রাখা হয়েছে আমেরিকায়। এবার ভারতেও অ্যাপ স্টোরে এই ফিচার চালু হয়েছে। সেক্ষেত্রে মাসিক খরচ ধার্য করা হয়েছে ৮৯ টাকা। আপাতত ইনস্টাগ্রামের অ্যাপেল অ্যাপ স্টোরেই এই ফিচার দেখা গিয়েছে বলে জানা যাচ্ছে।
এই নতুন ফিচার চালু হলে মূলত ক্রিয়েটররা তাঁদের এক্সক্লুসিভ কনটেন্ট সাবস্ক্রিপশনের মাধ্যমে বিক্রি করে মাসিক ভিত্তিতে উপার্জন করতে পারবেন। যদিও ইনস্টাগ্রামের তরফে আনুষ্ঠানিকভাবে সাবস্ক্রিপশন ফিচার সম্মন্ধে এখনও কিছুই জানানো হয়নি। তবে হয়তো খুব শীঘ্রই ইনস্টাগ্রামের তরফে এই সাবস্ক্রিপশন প্ল্যান সম্পর্কে সবিস্তারে জানানো হবে বলে আশা করছেন বিশেষজ্ঞদের একাংশ।
ব্যুরো রিপোর্ট