Trending

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের পথ আরো একটু মসৃণ করে দিল মেটা। ইন্সটাগ্রামে নিয়ে এলো সাবস্ক্রিপশনের সুবিধা। এবার থেকে কনটেন্ট ক্রিয়েটররা কোন এক্সক্লুসিভ ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করলে তা দেখা সম্ভব সাবস্ক্রিপশন ফিচারে ক্লিক করলেই। মানিটাইজেশন পদ্ধতি নিয়ে আসার ফলে কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের পথ অনেকটাই চওড়া হল বলে মনে করছেন টেক বিশ্লেষকরা।
এমনিতে ইন্সটাগ্রামের প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য আগে ব্যবহারকারীদের কোনরকম টাকা খরচ করতে হত না। দেখতে পাওয়া যেত সব ধরণের ভিডিও। কিন্তু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এখন থেকে উপার্জনের রাস্তাটা অনেকটাই চওড়া করে দিল মেটা গ্রুপ। সূত্রের খবর, যে সকল কনটেন্ট ক্রিয়েটরদের ফলোয়ারের সংখ্যা অনেক তাঁরা যদি কোন ভিডিও পোস্ট করেন মেটা গ্রুপের এই প্ল্যাটফর্মে, তাহলে সাবস্ক্রিপশন না করলে দেখতে পাবেন না ব্যবহারকারীরা। এই ফিচার নিয়ে আসার কারণে মনে করা হচ্ছে, দিনের শেষে ক্রিয়েটরদের আয় যেমন অনেকটাই বাড়বে। একইসঙ্গে তাঁদের আয়ের পথও অনেকটা সুনিশ্চিত হবে।
ব্যুরো রিপোর্ট