Trending
ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মুকুটে নতুন পালক যুক্ত করল ভারতীয় নৌবাহিনী।
ভারতীয় নৌবাহিনীর নতুন সংযোজন আইএনএস বিশাখাপত্তনম, ভেলা সাবমেরিন।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ভেলা সাবমেরিন মিসাইল ডেস্ট্রয়ার হিসেবে যুক্ত হল ভারতীয় নৌবাহিনীতে।
দেখুন সেই এক্সক্লুসিভ ছবি বিজনেস প্রাইম নিউজে।
আগামীকাল মুম্বইয়ে নৌবাহিনীর ডকইয়ার্ডে এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
এই সাবমেরিনের বিশেষত্ব সম্পর্কে জানালেন ক্যাপ্টেন বীরেন্দর সিং বেইন্স।
পাকিস্তান ও চিনের সঙ্গে সমুদ্রসীমানায় যুঝতে এই ভেলা সাবমেরিন যথেষ্ট আধুনিক এবং উপযোগী বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। চলতি মাসের পঁচিশ তারিখ থেকে নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের হাত ধরে মুম্বই ডকইয়ার্ড থেকে সমুদ্রে পাড়ি দেবে এই ভেলা সাবমেরিন।
ব্যুরো রিপোর্ট