Trending
নৌবাহিনীর শক্তি বাড়িয়ে জলে নামল আইএনএস বিক্রান্ত।
আইএনএস বিক্রান্ত তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।
দেশের বৃহত্তম যুদ্ধজাহাজ তৈরি করতে খরচ পড়ল ২০ হাজার কোটি টাকা।
উচ্চতায় ২৬২ মিটার। চওড়ায় ৬২ মিটার। এই যুদ্ধজাহাজে বিমান ওঠানামা করার সংখ্যা ৩০টি মতন। ৪৫ হাজার টনের এই বিরাট যুদ্ধজাহাজের নাম আইএনএস বিক্রান্ত। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি আইএনএস বিক্রান্ত জলে ভাসল শুক্রবার থেকেই। বর্তমানে, এই যুদ্ধজাহাজই দেশের বৃহত্তম যুদ্ধজাহাজ। তৈরি করতে খরচ পড়ল ২০ হাজার কোটি টাকা। আর এই রণতরী জলে ভাসায় আমেরিকা, রাশিয়া, চিন এবং ব্রিটেনের সঙ্গে নিজেদের যুদ্ধ জাহাজ তৈরির তালিকায় ঢুকে পড়ল ভারত। একধাক্কায় অনেকটা শক্তি বৃদ্ধি হল ভারতীয় নৌ-সেনার।
প্রসঙ্গত গত বছর অগাস্ট মাসেই আইএনএস বিক্রান্ত তৈরির কাজ একেবারে শেষ হয়ে গিয়েছিল। এরপর এক বছর ধরে চালানো হয় বিভিন্ন পরীক্ষানিরীক্ষা। সর্বোচ্চ ২৮ নট গতিতে ছুটতে পারা আইএনএস বিক্রান্ত নিয়ে ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে ভারতীয় নৌ-বাহিনীর। এই যুদ্ধ জাহাজে মিগ-২৯কে-র মত যুদ্ধবিমান রাখা হলেও, ভবিষ্যতে এই রণতরীতে রাফালের মতন ফাইটার জেট রাখার পরিকল্পনা রয়েছে ভারতীয় নৌ-সেনার। আইএনএস বিক্রান্তের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালার কোচিন শিপইয়ার্ডে প্রধানমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইএনএস বিক্রান্ত।
একাত্তরের যুদ্ধে খুব বড় ভূমিকা নিয়েছিল ভারতের রণতরী আইএনএস বিক্রান্ত। সময়ের ভারে আজ সে অথর্ব। দেশীয় প্রযুক্তিতে তৈরি আজ এই অত্যাধুনিক রণতরীর নাম রাখা হল ঐ স্মৃতি ধরে রেখেই। আইএনএস বিক্রান্তের আগে নৌ-সেনার হাতে ছিল আইএনএস বিক্রমাদিত্য। কিন্তু সেই যুদ্ধজাহাজ তৈরি করা হয়েছিল রাশিয়ার প্রযুক্তিকে ব্যবহার করে। কিন্তু আইএনএস বিক্রান্তকে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে জলে ভাসানোর পর জানানো হচ্ছে, এই দুটি যুদ্ধ জাহাজই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে অতন্দ্র পাহারা দেবে ভারতকে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ