Daily

প্রতিবাদের ভাষা নানারকম হতে পারে। কেউ যুদ্ধ করে প্রতিবাদ করে, তো কেউ তর্ক করে, আবার কেউ মিছিল, স্লোগান দেয় তো কেউ নির্বাক হয়ে থাকে। তবে ফুল ফুটিয়েও যে প্রতিবাদ করা যায় এমন কথা কি কখনো শুনেছেন না দেখেছেন? হ্যাঁ এমনি একটা মহিয়সী নারী হলেন ফিলিস্তিনি নূর-ই-ফাতিমা কাওমী। যিনি ফিলিস্তিনের রাজধানী রামাল্লাহর খুব কাছেই বসবাস করেন। বাড়ির পাশেই তিনি গড়ে তুলেছেন এই ব্যতিক্রমী বাগান। যাতে চোখ পড়ছে বিশ্ববাসীর।
বছরের পর বছর ধরে চলা সংঘাতে যখন ইসরায়েলি সেনাবাহিনীর ছুড়ে মারা বোমার আঘাতে প্রাণ হারান বহু ফিলিস্তিনি মানুষ । তখন সেই যুদ্ধের সেই হিংসার প্রতিবাদ করে নিঃশব্দে বোমার খোসাতে ফুল চাষ করছেন নূর-ই-ফাতিমা কাওমী।
প্রত্যেকদিন তাঁর একই রুটিন। শত শত গ্রেনেড, মর্টার শেল, বুলেটের খোসা কুড়িয়ে, পরিষ্কার করে, রোদে শুকিয়ে সেগুলোর ভেতর ফুলের বীজ রোপন করা। তারপর তাতে প্রতিদিন নিয়ম করে জল দিয়ে একটু একটু করে চারাগুলোকে বড় করা ।
যদিও মরুভূমির তপ্ত বালিতে গ্রেনেডের খোসায় ফুল ফোটাতে তাঁকে অপেক্ষা করতে হয় অনেকটা সময়। কিন্তু ধৈর্য না হারিয়ে একসময় তার গাছগুলো ভরে ওঠে স্বর্গীয় ফুলে। মারোনাস্ত্রের মধ্যেও ফুল ফুটিয়ে তিনি নীরবে হয়তো এটাই বলতে চান যে পৃথিবীর সৌন্দর্য কে মারোনাস্ত্র দিয়ে না ভরিয়ে ফুলের মতোই সুন্দর করে ফুটিয়ে তোলা যায়।
ব্যুরো রিপোর্ট