Trending

মঙ্গলবার মধ্যরাত থেকে ভয়াবহ বৃষ্টিতে বিধ্বস্ত সমগ্র সিকিম। প্রায় এক ঘন্টার মধ্যে বিস্তীর্ণ এলাকা জুড়ে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ মিমি র বেশি। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ওখানে আটকে পড়া বাংলার পর্যটকদের ফিরিয়ে আনতে উদগ্রীব রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর এই মুহূর্তে বাংলার প্রায় ২০০০ পর্যটক সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন। রাজ্য প্রশাসনের কাছে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হল এই সব পর্যটকদের সুরক্ষিতভাবে ফিরিয়ে আনা।
ধসের কারণে পশ্চিমবঙ্গের সঙ্গে সিকিমের সড়ক পথে যোগাযোগ কার্যত বন্ধ। আর সেই জন্যই আপাতত সকলকে সিকিমের কোন সুরক্ষিত জায়গায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। তাদের যাতে কোনরকম আসুবিধা না হয় সেই ব্যাপারে নবান্নর পক্ষ থেকে সিকিম সরকারকে অনুরোধ করা হয়েছে। দুর্যোগ কেটে গেলেই আটকে থাকা পর্যটকদের সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে নবান্নর তরফ থেকে। এই ব্যপারটি নিয়ে বুধবার সিকিমের মুখ্য সচিবের সঙ্গে কথা হয়েছে রাজ্যের মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদি। সিকিম প্রশাসন জানিয়েছে যে আবহাওয়ার একটু উন্নতি হলেই পর্যটকদের হেলিকপ্টারে পাঠানো শুরু হবে।
সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের কথা জেনেই প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের পরিবার এই মুহূর্তে ভীষণ উদ্বেগের মধ্যে রয়েছেন। কারণ মোবাইল টাওয়ার বসে যাওয়ায় ফোনে ও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আর তাই সিকিম সরকারের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছে রাজ্য সরকার। এই পরিপ্রেক্ষিতে বিবাদী বাগ ট্যুরিজম সেন্টারে একটি কন্ট্রোল রুমও খেলা হয়েছে। সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে পর্যটকদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন অনেক হোটেল মালিক। পর্যটকদের বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তারা। সোশ্যাল মিডিয়াতে হোটেলের ফোন নম্বর দিয়ে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এই প্রসঙ্গে জরুরি ফোন নম্বরগুলি হল-( ১) নবান্ন কন্ট্রোল রুম – ৩৩-২২১৪৩৫২৬ এবং ১০৭০ (২) পর্যটন দপ্তর – ১৮০০-২১২-১৬৫৫ এবং ৯০৫১৮৮৮১৭১ (৩) দার্জিলিং ( ডিস্ট্রিক্ট হেড কোয়ারটার ও এসডিও, দার্জিলিং) – ০৩৫৪২২৫৫৭৪৯, ০৩৫৪২২৫৪৩০৫ (৪) দার্জিলিং পুলিশ – ০৩৫৪২২৫২০৫৭, ৯১৪৭৮৮৯০৭৮ (৫) এসডিও শিলিগুড়ি ৭৬০২৯৯৯৮৩
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ