Trending

পরিকাঠামো খাতে বিনিয়োগের জন্য দেশবাসীকে আহ্বান জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী। পরিবর্তে বিনিয়োগকারী পেতে পারেন ৭.৫ শতাংশ থেকে ৮ শতাংশ সুদ। তবে বিনিয়োগের জন্য ন্যূনতম অঙ্ক ধার্য করা হচ্ছে ১ লক্ষ টাকা।
সূত্রের খবর, দেশে রাস্তা তৈরির জন্য যে বৃহৎ পরিকাঠামোর প্রয়োজন পড়ে, তাতে বিদেশি বিনিয়োগকারীরা ইতিমধ্যেই লগ্নি করা শুরু করে দিয়েছেন। তবে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, দেশের পরিকাঠামো তৈরিতে দেশের মানুষ যদি বিনিয়োগ করেন এবং বিনিয়োগের পরিবর্তে সাড়ে সাত শতাংশ থেকে ৮ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন, সেক্ষেত্রে লাভবান হবেন দেশের মানুষই। আর এই প্রক্রিয়াটি বাস্তবায়িত করার জন্য কেন্দ্রের তরফ থেকে তৈরি করা হয়েছে একেবারে নতুন একটি মডেল।
মন্ত্রী জানিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে অথোরিটি অফ ইন্ডিয়াতে বিনিয়োগ করার মত পরিস্থিতি তৈরি হলে লাভবান হবেন দেশের দরিদ্র মানুষ। শেয়ার বাজার বা বীমার মত একাধিক ক্ষেত্র থাকলেও এই প্রকল্পে বিনিয়োগ করলে দরিদ্র মানুষগুলির আয় অনেকটাই নিশ্চিত হবে। ফলে দেশের পরিকাঠামোর যেমন সার্বিক উন্নয়ন হবে তেমনি গরীব মানুষগুলির আর্থিক ভিত অনেকটাই মজবুত হবে। এখন গোটা প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য প্রয়োজন সেবির অনুমোদন। আর অনুমোদন পাওয়া গেলেই দেশীয় বিনিয়োগকারীদের পরিকাঠামো উন্নয়ন খাতে বিনিয়োগের জন্য কোনরকম সমস্যার মুখোমুখি হতে হবে না।
ব্যুরো রিপোর্ট