Jobs

অতিমারি পরিস্থিতি শুরু হলেও আইটি ক্ষেত্রে তেমন একটা সংকোচন লক্ষ্য করা যায়নি। বরং টিসিএস ফ্রেশার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বুঝিয়েছিল দেশের আইটি ক্ষেত্র যথেষ্ট চাঙ্গা। এবার সেই পথেই এগোল বিশ্বের অন্যতম বৃহৎ আইটি সংস্থা ইনফোসিস। জানানো হল, এই অর্থবর্ষে প্রায় ৩৫ হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে তারা।
এই বিষয়ে ইনফোসিসের চিফ অপারেটিং অফিসার প্রবীণ রাও জানিয়েছেন, ডিজিটাল প্রতিভার চাহিদা ক্রমবর্ধমান। আর তাই বিশ্বব্যপী ৩৫ হাজার কলেজ স্নাতকদের নিয়োগ করা হবে এই অর্থবর্ষে।
উল্লেখ্য, অতিমারি পরিস্থিতি তৈরি হবার পর থেকেই ডিজিটাল দুনিয়ায় ব্যতিক্রমী প্রভাব পড়ে। ডিজিটাল জগতের ওপর এতটাই নির্ভরতার জায়গা তৈরি করতে বাধ্য হয় যে পর্যাপ্ত কর্মীর অভাব লক্ষ্য করা যায়। যা সকল আইটি সংস্থাগুলোর ক্ষেত্রে ব্যপক চাহিদা তৈরি করে। সেই চাহিদা পূরণের লক্ষ্যেই এবার নেমেছে ইনফোসিস।
ব্যুরো রিপোর্ট