Trending

এতদিনের ট্রেন্ড থেকে এবার হয়তো বিদায় নিতে চলেছে কগনিজেন্ট। অন্যতম আইটি জয়েন্ট সংস্থা কগনিজেন্টকে নিমেষে সরিয়ে দিয়ে এবার ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা হতে চলেছে ইনফোসিস। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, আইটি সেক্টরের এই রিলে ২০২৩ সালের মার্চ মাসের শেষ নাগাদ নিউ জার্সির সংস্থা কগনিজ্যান্ট টেকনোলজি সলিউশনের জায়গায় দ্বিতীয় স্থানে উঠে আসতে পারে বেঙ্গালুরু-ভিত্তিক ইনফোসিস লিমিটেড।
বর্তমানে তথ্য প্রযুক্তি মার্কেটে সেয়ানে সেয়ানে টক্কর চলছে কগনিজ্যান্ট আর ইনফোসিসের মধ্যে। কগনিজ্যান্টের আয়ের পরিসংখ্যান দেখে এটুকু বলা যায় যে জানুয়ারি থেকে ডিসেম্বর আর্থিক বছরে সংস্থার রাজস্ব ৪৭৫-৪৭৯ কোটি ডলারের মধ্যেই থাকবে। যা দুই সংস্থার মধ্যে ত্রৈমাসিক আয়ের ফারাক গড়তে পারে মাত্র ৫০ কোটি ডলারের। প্রসঙ্গত, গত দু’বছর ধরে কগনিজ্যান্টের সঙ্গে রাজস্বের ফারাক অর্ধেক কমাতে পেরেছে ইনফোসিস।
পরিসংখ্যানের উপর ভিত্তি করে শিল্প বিশেষজ্ঞরা বলছেন, ইনফোসিস যদি এইভাবেই বর্তমান বৃদ্ধির হার বজায় রাখতে সক্ষম হয়, তা হলে প্রায় এক বছরের মধ্যে এই ফারাক কমিয়ে আনতে সক্ষম হবে প্রতিষ্ঠানটি। আর ইনফোসিসের এই উন্নতির দায় যে চেয়ারম্যান নন্দন নিলেকানি এবং সিইও সলিল পারেখের উপরই বর্তায়, তা নিঃসন্দেহে মনে করেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট