Daily

Prime
By sanchitabpn21 | September 13, 2021
ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট গ্রাজুয়েট কোর্সে ভর্তির কথা ভাবছেন? দেরি করবেন না । শুরু হয়ে গিয়েছে, ২০২২ সালের আবেদন প্রক্রিয়া। সতর্কতার সাথে গেট পরীক্ষা সংক্রান্ত নির্দেশিকাটি পরে নিয়ে, তবেই ফর্ম ফিল আপ করবেন। আগামি ২৪ শে সেপ্টেম্বর আবেদন শেষ হয়ে যাবে।
এবারের গেট পরীক্ষা নেবে খড়গপুর আইআইটি। https://gate.iitkgo.ac.in/apps.html লিঙ্কে ক্লিক করলে আবেদনকারীরা আবেদন করতে পারবে। এছাড়াও পরীক্ষা সংক্রান্ত নিরদেশিকা রয়েছে এখানেই। আবেদনের জন্য যোগ্য কারা? আসুন্ জেনে নেওয়া যাক।
উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা কোর্সে পাস করার পর ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজির অথবা আর্কিটেকচারে ৫ বছরের ডিগ্রি কোর্স করেছেন, এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও বিএসসি ফাইনাল, বা মাষ্টার ডিগ্রি পাসেরাও আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে অনলাইনে। অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা।
ব্যুরো রিপোর্ট