Daily

মায়ের বাড়ি, উদ্বোধন পত্রিকা প্রকাশনা, স্বনির্ভর কেন্দ্র এবং দাতব্য চিকিত্সালয় সংক্রান্ত যে কোনও বিষয়ে নানান তথ্য জানার থাকে ভক্ত দর্শনার্থীদের। কিন্তু অনেক ক্ষেত্রেই হয়তো সঠিক তথ্য পাওয়া থেকে তারা বঞ্চিত থাকেন। তবে এবার থেকে আর তেমনটা হবে না। কারণ গত রবিবার সকালেই বাগবাজার মায়ের বাড়ি তথা উদ্বোধন কার্যালয়ে শুরু হলো তথ্যসেবা কেন্দ্রের পরিষেবা।
নতুন এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ। ভক্তবৃন্দেরা একটি নম্বরে ফোন করলেই মিশন ও মঠ সংক্রান্ত যে তথ্য জানতে চান, তা নির্দিষ্টভাবে জানতে সাহায্য করা হবে। নম্বরটি হলো – ৯৮৫১৪৭২৪৭২। এই নম্বরটিতে প্রতি সোম থেকে শুক্রবার সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৫.৩০মিনিট এবং শনিবার সকাল ৯.৩০মিনিট থেকে দুপুর ১.৩০ মিনিট পর্যন্ত ফোন করলে পরিষেবা মিলবে।
ব্যুরো রিপোর্ট