Market
ফের খুচরো বাজারে চড়া হারে বাড়ল মূল্য বৃদ্ধির হার। চলতি বছরে পরপর তিন মাস অর্থাৎ মে, জুন এবং জুলাই মাসে বেশ নিয়ন্ত্রণেই ছিল এই মূল্যবৃদ্ধির হার। কিন্তু গত আগস্টে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি হল আকাশ ছোঁয়া।রিজার্ভ ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ সীমার ওপরে উঠে যাওয়ায় বৃদ্ধির আশঙ্কা রয়েছে সুদের হারের।
খুচরো বাজারে মূল্যবৃদ্ধি এতটা বেড়েছে মূলত খাদ্য পণ্যের দাম বাড়ায়। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এমনটাই স্পষ্ট। গত জুলাইয়ের ৬.৬৯ শতাংশ থেকে অগস্টে তা বেড়ে ৭.৬২ শতাংশ হয়েছে। গত বছরের অগস্টেই এই খুচরো মূল্যবৃদ্ধির হার ছিল ৩.১১ শতাংশ। খারিফ মরসুমে বৃষ্টিপাত ঠিকভাবে না হওয়ায় বেশ ভালো পরিমাণ ফসল নষ্ট হয়েছে দেশে। যার জেরে বাজারে আনাজের যোগান ঠিকঠাক না হওয়ায় বেশ ভালো রকম দাম বেড়েছে। এরফলে সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর মাসেও খাদ্য পণ্যের দাম বৃদ্ধির এই প্রবণতা দেখা যেতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।
অনেকে আবার এই মূল্যবৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেছে ডলারে নিরিখে টাকার দামের লাগাতার পতন। এবং ডলারের দাম বাড়লে স্বাভাবিকভাবেই পণ্য আমদানি করার খরচ তো বাড়বেই। এছাড়াও জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ায় জিনিসপত্রের পরিবহনের খরচ আগের চাইতে অনেক বেশি বেড়েছে। এতে করে খুচরো বাজারে জিনিসের দাম বৃদ্ধি পাওয়াটা তো স্বাভাবিকই।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ