Market

চলতি বছরে টানা চারবার রেপো রেট বৃদ্ধি করেছিল ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। কিন্তু তারপরও হল না শেষ রক্ষা। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরাজিত হল ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। কার্যত রেকর্ড তৈরি করল মূল্যবৃদ্ধির হার। ভারতে যে খুচরো মূল্যবৃদ্ধির হার আগস্টে ছিল ৭ শতাংশ। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৭.৪১ শতাংশে।
সাধারণত মূল্যবৃদ্ধির হার দুই থেকে ছয় শতাংশ পর্যন্ত মেনে নেওয়া যায়। কিন্তু এর বেশি হয়ে গেলে তা হয়ে যায় লাগাম ছাড়া। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আরবিআই এই বিষয়ে আরো জানায়, এই বছর প্রায় প্রতিমাসেই ৬ শতাংশের গণ্ডি ছুঁয়েছিল মূল্যবৃদ্ধির হার। জুলাইয়ের আগে গত ত্রৈমাসিকে ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছিল মূল্যবৃদ্ধি। তবে আগস্ট থেকে পরিস্থিতি ফের প্রতিকূল রূপ নেয়। ফের ঊর্ধ্বমুখী হয় মূল্যবৃদ্ধি। প্রসঙ্গত, জুলাই মাসে মূল্যবৃদ্ধির হারছিল ৬.৭ শতাংশ।
করোনা মহামারির প্রকোপে ধ্বসে পড়েছিল ভারতীয় অর্থনীতি। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে গোটা দেশ। চাকরি থেকে শুরু করে ব্যবসা, ক্ষতির মুখ দেখেছেন প্রায় সকলেই। এছাড়াও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মত কিছু বৈশ্বিক সমস্যা পরোক্ষভাবে তো ভারতীয় অর্থনীতিতে প্রভাব ফেলেই চলেছে। এসবের ফলস্বরূপ আকাশছোঁয়া দ্রব্যমূল্যের দাম। অর্থাৎ মূল্যবৃদ্ধির হারকে নিয়ন্ত্রণের জন্য আরবিআইকে আরো কঠিন পদক্ষেপ নিতে হতে পারে। যদিও ক্রমাগত রেপো রেট বৃদ্ধি করে চলেছে আরবিআই। গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় এখন রেপো রেট গিয়ে দাঁড়িয়েছে ৫.৯ শতাংশে।
বিজনেস প্রাইম নিউস
জীবন হোক অর্থবহ