Market

অগ্নিমূল্য সূতির পোশাক। হু হু করে দাম বাড়ছে কাঁচামালের। অনিয়ন্ত্রিতভাবে মাথাচাড়া দিচ্ছে তুলোর দাম। যার সরাসরি প্রভাব পড়ছে, সূতির পোশাকে। কাঁচামালের মূল্যবৃদ্ধির কোপে যে সূতির পোশাকের দামও বাড়বে, সে কথা বলাই যায়। দাম বাড়লে সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে সূতির বস্ত্র। যার জেরে আশঙ্কার কালো মেঘ ঘনিয়ে আসছে দেশীয় বস্ত্র শিল্পের বাজারে।
সম্প্রতি তুলোর দামের এই বাড়বাড়ন্ত নিয়ে মুখ খুলেছে আইসিসি। তাদের দাবি, যে হারে তুলোর দাম বাড়ছে তাতে আগামী দিনে সূতির পোশাকের বাজারে আকাল নামবে। মার খাবে পোশাক শিল্প। থমকে যেতে পারে রপ্তানি বানিজ্যও। তাই অবিলম্বে তুলোর মূল্যবৃদ্ধি ঠেকাতে রপ্তানিতে রাশ টানার আর্জি জানিয়েছে তারা। এবিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপও দাবি করেছে তারা। তবে তুলোর দামের এই আচমকা মূল্যবৃদ্ধির কারণটা কি? অনেকে মনে করছেন, ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় কিছু অসাধু ব্যবসায়ি বেআইনি ভাবে তুলো মজুত করে রেখেছে। আর যার জেরে ভুক্তভুগী হচ্ছে সাধারণ মানুষ।
তাই তুলোর সমস্যা পাকাপাকিভাবে সমাধান করতে অবিলম্বে কেন্দ্র যদি তৎপর না হয়, সেক্ষেত্রে হয়তো আরও বড়োসড়ো ক্ষতির মুখোমুখি হতে পারে পোশাক শিল্পমহল। এমনকি কেন্দ্র হস্তক্ষেপ না করলে বাংলাদেশ-সহ অন্যান্য দেশের কাছে বস্ত্র রফতানির বাজার হারানোর আশঙ্কাও রয়েছে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের কর্মকর্তাদের।
ব্যুরো রিপোর্ট