Daily

করোনা ক্ষততে মলম লাগিয়ে ধীরে ধীরে সেরে উঠছে দেশের অর্থনীতি। ঘুরে দাঁড়াচ্ছে শিল্প। চাহিদা বাড়ছে পণ্য ও পরিষেবার। কাজেই গত বছরের তুলনায় বেড়েছে শিল্প উৎপাদন।
আইআইপি সূচক বলছে, ২০২০ সালে শিল্প উৎপাদন ছিল ১০.৫%-এ। চলতি বছরে জুলাইতে যা ১১.৫০% বৃদ্ধি পেয়েছে। অর্থনীতি আবারও প্রাণবন্ত হয়ে উঠছে। এব্যাপারে যদিও মোদী সরকার প্রতিবারই একই সুর চড়াচ্ছেন। বলছেন, জিডিপি থেকে পরিকাঠামো বৃদ্ধি – নানা পরিসংখ্যান থেকে স্পষ্ট যে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। তবে বিরোধী মহলের দাবি, ২০১৯ সালের জুলাই যখন করোনা আসেনি তখনের থেকে এই বৃদ্ধি যথেষ্টই কম।
গতবছর লকডাউন ঘোষণার পর এক একে তালা ঝোলে কোম্পানি-কারখানার দরজায়। ভবিষ্যতে সঞ্চয় সুরক্ষিত রাখতে কমে পণ্যের চাহিদা। তবে ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা থিত হতে বাড়ছে চাহিদা। এরপর মূলস্রোতে অর্থনীতি ফিরতে খুব বেশি সময় নেবে না বলেই মনে করছে কেন্দ্র।
ব্যুরো রিপোর্ট