Daily

ভর দুপুরে সজারু উদ্ধার বাঁকুড়ার ইন্দাসের চারিগ্ৰাম এলাকায়
সজারু দেখতে এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে
খবর পেয়ে বন দফতর উদ্ধার করে সজারুটিকে
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চারিগ্ৰাম এলাকায় সজারু উদ্ধার করা হয়। সজারু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই সজারুকে দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কয়েকজন এদিন বেলা ১২ টা নাগাদ ইন্দাস ব্লকের চারিগ্ৰামের বিশ্রামাগারের পেছনে সজারুটিকে দেখতে পায়। তারা সাথে সাথেই বন দফতরকে খবর দেয়। এই খবর শুনেই বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। সজারুটিকে উদ্ধার করে বন দফতরের কর্তাদের হাতে তুলে দেওয়া হয়।
আব্দুল হাই
বাঁকুড়া