Daily

একাত্তরের ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর গৌরবময় বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে উজ্জ্বল স্মারক বিজয় জ্যোতি এসে পৌঁছল হিলি সীমান্তে। গত বছর এই বিজয় জ্যোতির যাত্রার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে বিজয় জ্যোতি এসে পৌঁছলে তাকে সেনাবাহিনীর ৬৪ নম্বর মাউন্টব্যাটনের তরফে সসম্মানে মর্যাদা দিয়ে গ্রহণ করেন কম্যান্ডান্ট রাহুল মিশ্র। পাশাপাশি কোভিড বিধি মেনে মৃত সৈনিকদের উৎসর্গীকৃত স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ করে ফুলের স্তবক দেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে সম্মান জানান হয় পাকযুদ্ধে শহীদ বালুরঘাটের বাসিন্দা মহেন্দ্র নাথ দাসের স্ত্রী মল্লিকা দাস এবং শ্রীলঙ্কায় শহীদ গঙ্গারামপুরের দীপক কুমার মহন্তের বিধবা পত্নী অঞ্জলী মহন্তকে। রাষ্ট্রীয় স্যালুটের পাশাপাশি পালন করা হয় দু’মিনিটের নীরবতা।
শিব শঙ্কর চ্যাটার্জী, বালুরঘাট