Prime
Daily
১০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি ভারত ইংল্যান্ডের
By sanchitabpn21 | September 4, 2021
Daily
১০০ কোটি ডলারের বাণিজ্য চুক্তি ভারত ইংল্যান্ডের। হতে পারে বিপুল কর্মসংস্থান, বলে সুত্রের খবর। সম্প্রতি ডাউনিং স্ট্রিটের থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানান হয়েচে।
ইংল্যান্ডে ভারত বিনিয়োগ করতে চলেছে ৫৩ কোটি ৩০ লক্ষ পাউন্ড। টিকা উৎপাদন খাতে ইংল্যান্ডে বিনিয়োগ করছে ভারতের সেরাম ইন্সটিটিউট। সেরামের ২৪ কোটি পাউন্ডের এই প্রকল্পে ইংল্যান্ড-এ টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা ও টিকা আরও উন্নত করতে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান হয়েছে। ফলে অন্ততপক্ষে ৬ হাজার জনের কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে।
তবে কূটনৈতিক মহলের আবহাওয়া বলছে, এই চুক্তি যে আসলে ভারত ইংল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ চুক্তিরই অঙ্গ। এখন এই চুক্তির প্রভাব বাণিজ্য খাতে কতটা সুদূরপ্রসারী হয় সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট