Market
দীর্ঘদিন লকডাউনের কারণে থমকে যায় অর্থনীতি। আটকে যায় আর্থিক বৃদ্ধি। কেন্দ্রের আয় নেমে আসে তলানিতে। ফের দেশের অবস্থা স্বাভাবিক হতে শুরু করলে অর্থ মন্ত্রক আর্থিক বৃদ্ধিকেই বুলস আই করে। এরপর প্রত্যক্ষ কর আদায় লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ায় আশা ছিল পরোক্ষ কর আদায়ও ভালোই হবে। আর সেটাই সত্যি প্রমাণিত করল অর্থ মন্ত্রক।
মঙ্গলবার অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হল, পরোক্ষ কর আদায়ের কারণে কেন্দ্রের আয় ছাপিয়ে গিয়েছে গত বছরের আয়কেও। ২০২০-২১ অর্থবর্ষে কেন্দ্রের মোট কর আদায়ের অঙ্ক দাঁড়িয়েছে ১০.৭১ লক্ষ কোটি টাকায়। ২০১৯-২০ অর্থবর্ষে এই অঙ্কটাই ছিল ৯.৫৪ লক্ষ কোটি টাকার মত। এর মধ্যে সবচেয়ে বেশি কর আদায় হয়েছে উৎপাদন শুল্ক এবং পরিষেবা কর থেকে।
রাজকোষ ভরাট হওয়ায় কেন্দ্র যখন খুশি, তখন ভ্রূ কুঁচকেছে আমজনতা। কারণ সংশ্লিষ্ট মহল দাবি করছে, নিত্যদিন তেলে শুল্ক বাড়ানোয় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। দাম বাড়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের। ফলে একদিকে যখন মূল্যবৃদ্ধির চাপে হাঁসফাঁস অবস্থা দেশবাসীর তখন কেন্দ্রের আয় লক্ষ্যমাত্রা ছাপিয়ে যাওয়ায় চওড়া হয়েছে মোদী সরকারের হাসি।
ব্যুরো রিপোর্ট