Prime
Daily
সেপ্টেম্বরেই দেশের মধ্যে কয়েকটি নতুন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো
By sanchitabpn21 | August 26, 2021
Daily
সেপ্টেম্বরেই দেশের মধ্যে কয়েকটি নতুন রুটে বিমান পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিগো। সাধ্যের মধ্যে যাত্রীদের অন টাইম ও দারুন অভিজ্ঞতা সম্পন্ন বিমান পরিষেবা দিতেই এই উদ্যোগ নিয়েছে দেশের এক নম্বর এয়ারলাইন্স সংস্থা।
নিজেদের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে বেশ কয়েকটি নতুন রুট চালু করার কথা ঘোষণা করেছে ইন্ডিগো। এই নতুন ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম হলো, মধ্যপ্রদেশের গোয়ালিয়র যা ইন্ডিগোর ৭০ তম ডেস্টিনেশন। আপাতত এটিআর এয়ারক্রাফটের মতো ছোট বিমান দিয়েই এই পরিষেবা চালু করছে সংস্থা।
আগামী পয়লা সেপ্টেম্বর থেকেই এই পরিষেবা চালু করতে চলেছে সংস্থা। সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত একটি বিবৃতিতে জানিয়েছে সংস্থা। এই মুহূর্তে বিমান পরিষেবা চালু হচ্ছে গোয়ালিয়র-দিল্লি এবং গোয়ালিয়র-ইন্ডোর রুটে। তবে পরবর্তীতে এর আরও বিস্তার করবে বলে জানিয়েছে সংস্থা।
ব্যুরো রিপোর্ট