Market

২০২২ এর মধ্যে মোদী সরকারের লক্ষ্য ছিল দেশের অর্থনীতিকে ৫ লক্ষ কোটি ডলারে নিয়ে যাওয়ার। সেই লক্ষ্যপূরণে বাধা হয়ে দাঁড়ায় করোনা এবং দীর্ঘমেয়াদী লকডাউন। স্বাভাবিকভাবেই অতিমারির ধাক্কা খেয়ে অর্থনীতির ভিত একটু টালমাটাল হয়ে পড়ে। তারপরেও কেন্দ্রীয় সরকার একের পর এক রূপরেখা তৈরির চেষ্টা করলে দেশের অর্থনীতি পৌঁছয় ২.৭ লক্ষ কোটি ডলারে। যা অতিমারি বিধ্বস্ত সময়ে ভারতকে আর্থিকভাবেই অনেকটা মজবুত করে। এরপরেই বড় চমক দিল আইএইচএসের মার্কিটের রিপোর্ট। সেখানে বলা হয়েছে, যে গতিতে ভারতের জিডিপি দ্রুত এগিয়ে চলেছে তাতে ২০৩০ সালের মধ্যে জাপানকে টেক্কা দেবে ভারত।
আইএইচএসের সাম্প্রতিক রিপোর্ট বলছে, যে হারে ভারতের জিডিপি এগিয়ে চলেছে তাতে করে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ছাপিয়ে যাবে জাপানকেও। তবে আর্থিক বিশ্লেষকরা বলছেন, অনিশ্চয়তা কাটে নি এখনো। ঝাপটা মারছে করোনার ঢেউ। এরকম আরো কত বিষয় এখনো রয়েছে। যার ধাক্কা আগামী বছরগুলিতে হয়ত ভারতকে সামলাতে হতে পারে। সেই সকল ধাক্কা সামলে ভারত কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? পৌঁছতে পারবে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট