Daily

এক লহমায় ব্রাজিলের ১৫ বছরের রেকর্ড ভেঙ্গে চুরমার হয়ে গেলো। ভাঙল ভারত। আসলে কৃষিপণ্য উৎপাদনে বিশ্বে এগিয়ে রয়ছে ব্রাজিল। আর ঠিক তার পরের স্থানেই আছে ভারতের নাম। কিন্তু এবার শুধু উৎপাদনই নয়। রপ্তানিতেও এগিয়ে রইল ভারত। টেক্কা দিল ব্রাজিলের ১৫ বছরের রেকর্ডে।
রিপোর্ট বলছে, অতিমারির মধ্যেও আরব দেশগুলোতে সবচেয়ে বেশি পরিমাণ খাদ্য রপ্তানি করেছে ভারত। এই ব্যাপারে অবশ্য আরব দেশগুলোর সাথে ব্রাজিলের সাপে-নেউলে সম্পর্কটা দায়ী। ব্রাজিলের সাথে দূরত্ব বেড়েছে আরবের এই দেশগুলোর, আর ফাঁকতালে জায়গা পেয়েছে ভারত। লক্ষ্যভেদ করতে দেরি হয়নি ভারতের। উল্লেখ্যও, গত এক বছরে আরবে ৮.২৪% খাদ্য রপ্তানি করেছে ভারত। যেখানে ব্রাজিলের রপ্তানিকৃত খাদ্যের পরিমাণ নেমে এসেছে ৮.১৫%- এর গণ্ডিতে।
এদিকে রপ্তানিকৃত খাদ্য পৌঁছনোর সময়টাও অন্যতম বড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে। ব্রাজিল থেকে আরবের দেশগুলোতে খাদ্য পৌছতে সময় লাগে প্রায় ৬০ দিন মত। এদিকে ভারত থেকে ওই একই জায়গাতেই খাবার পৌঁছতে সময় লাগে মেরেকেটে এক সপ্তাহ। আর ঠিক এই কারণেই সেদেশে জাঁকিয়ে বসেছে ভারতের ব্যবসা।
ব্যুরো রিপোর্ট