Daily

জিডিপি-র পর এবার নজর কাড়লো ভারতের বিদেশি মুদ্রাকোষের সম্প্রসারণ। অর্থনৈতিক পরিকাঠামোতে বিদেশি মুদ্রা ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তা কিছুটা আঁচ করতে পারবেন সম্প্রতি শ্রীলঙ্কার অবস্থা জানলে। বিদেশি মুদ্রাকোষের ভাঁড়ারে টান পড়ায় কার্যত ধসে পড়েছে সেদেশের অর্থনৈতিক মেরুদন্ড। তবে ভারতে বিদেশি মুদ্রাকোষ সুখবরই দিচ্ছে।
প্রথমে জিডিপি-র সম্প্রসারণ, তারপর আমদানি ব্যবসার প্রসারণ আর এখন বিদেশি মুদ্রাকোষের সম্প্রসারণ, মোদি সরকার একের পর এক বাউন্ডারি হাঁকাচ্ছেন। জানা গিয়েছে, ভারতের কাছে এই মুহূর্তে যে পরিমান বিদেশি মুদ্রা গচ্ছিত রয়েছে, তা দিয়ে আগামী এক বছরেরও বেশি সময় আমদানি চালানো সম্ভব। গত আগস্ট প্রায় ১৬.৬৬৩ বিলিয়ান ডলার বৃদ্ধির সাথে সাথে এই মুহূর্তে ভারতের বিদেশি মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ৬৩৩.৫৫৮ বিলিয়ন ডলারে। যা অবশ্যই আশার আলো দেখাচ্ছে ভারতীয় অর্থনীতিকে।
জানিয়ে রাখা ভালো, বিদেশি মুদ্রার ভাঁড়ার সম্প্রসারণের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভারতের সোনার মজুতও। বর্তমানে ভারতের সোনার মজুতের পরিমাণ প্রায় ১৯.২ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৪৪১ বিলিয়ন ডলারে। যা অর্থব্যবস্থার সংকটের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।
ব্যুরো রিপোর্ট