Trending
ভারতের মাটিতে খুব দ্রুত চালু হতে চলেছে পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন। আর উৎপন্ন হবে না কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইডের মত ক্ষতিকারক গ্যাস। যার জেরে অনেকটাই কমবে পরিবেশ দূষণ। কিন্তু কবে থেকে ভারতের মাটিতে পরিষেবা দেবে এই ট্রেন ? সেই নিয়েই কথা বলবো আজকের প্রতিবেদনে।
হাইড্রোজেন ট্রেন। এই ট্রেনের নাম আপনারা ইলেক্ট্রনিক্স অথবা সমাজমাধ্যমে বহু বার শুনেছেন। এই ট্রেন হলো একটি পরিবেশবান্ধব ট্রেন। এই ট্রেনের জ্বালানি হিসেবে কাজ করে অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল। আর এই হাইড্রোজেন ট্রেনকে ভারতের মাটিতে চালাতে বহু দিন আগেই
উদ্যোগী হয়েছে ভারতীয় রেল। আজকের প্রতিবেদন সেই হাইড্রোজেন ট্রেনের বাস্তবায়ন বর্তমানে ঠিক কোন জায়গায় আছে সেই নিয়ে।
দেশের রেলযাত্রাকে পরিবেসবান্ধব করে তুলতে এই বিশেষ প্রযুক্তির হাইড্রোজেন ট্রেন আনছে ভারত। সম্প্রতি এই বিষয়ে ভারতীয় রেল সূত্রে একটি সুখবর পাওয়া। আর সেই সুখবরটা হলো হাইড্রোজেন ট্রেনের পরিকাঠামোগত অগ্রগতি অনেক অগ্রসর হয়েছে। চলতি বছর ২০২৪ সালের ডিসেম্বর
মাস্যাই ট্রায়াল হতে পারে এই পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেনের। আর এই ট্রেনের সফল ট্রায়াল হয়ে গেলেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে নয়া প্রযুক্তির এই পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন। আর যার জেরে অনেকটাই কমে যাবে কার্বন নিঃসরণের পরমান, যা আখেরে অনেকটা পরিবেশ দূষণ রোধ করতে সক্ষম হবে।
ভারতীয় রেল এই নতুন প্রযুক্তির ট্রেন চালাবে অত্যাধুনিক হাইড্রোজেন ফুলের প্রযুক্তির মাধ্যমে। হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ায় তৈরি হবে বিদ্যুৎশক্তি। আর সেই বিদ্যুৎশক্তির দ্বারা চাকা গড়াবে এই ট্রেনের। আর এই বিক্রিয়ার বাইপ্রডাক্ট হিসেবে তৈরি হবে জল ও বাষ্প। তৈরি হবে না নাইট্রোজেন অক্সাইড,
কার্বন মনোঅক্সাইড,কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকারক গ্যাস। দেশের রেল যাত্রাকে ইকো ফ্রেন্ডলি করতে ভারতীয় রেলের এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, জ্বালানি হিসেবে হাইড্রোজেন ব্যবহারের ফলে কি এই ট্রেনের গতি কমে যাবে? না – একদমই নয়। সূত্র মারফত জানা গেছে, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম ভারতের এই নয়া হাইড্রোজেন ট্রেন। অন্যান্য ট্রেনের থেকে এই ট্রেনের শব্দ অনেকটা কম হওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি শব্দদূষণও কম হবে।
সাধারণত হাজার কিলোমিটার পথ যেতে খরচ হবে একটি হাইড্রোজেন ফুয়েল ভর্তি ট্যাঙ্ক।
ভারতে প্রথম এই হাইড্রোজেন ট্রেন চালু হবে হরিয়ানায়।আপাতত এই পরিবেশবান্ধব ট্রেন যাত্রা শুরু হবে হরিয়ানার জিন্দ-সোনিপত রুটে। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্তে হাইড্রোজেন ট্রেন পরিষেবা শুরু করার পরিকল্পনা রয়েছে রেলের। কালকা-শিমলা রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে সহ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সহ একাধিক দুর্গম পাহাড়ি পথে এই ধরনের ট্রেন চালাবে ভারতীয় রেল। আর এই উদ্দেশ্যে ২০২৫ সালের মধ্যে ৩৫টি হাইড্রোজেন ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে রেলের। পরিবেশবান্ধব একটি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে খরচ আনুমানিক ৮০ কোটি টাকা। ডিসেম্বর মাসে এই ট্রেনের ট্রায়াল সফল হওয়ার পর রেল ঘোষণা করবে এই ট্রেনের পরবর্তী কবে থেকে এই ট্রেন পুরো মাত্রায় চালু হবে। তাহলে আপনারা যারা যারা এই হাইড্রোজেন ট্রেন নিয়ে আগ্রহী, তাদের নজর থাকুক আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজে। হাইড্রোজেন ট্রেনের পরবর্তী আপডেট আমরা সবার আগে নিয়ে আসবো আপনাদের সামনে। আর এই ট্রেন নিয়ে আপন কতটা আশাবাদী সেটা কমেন্ট করে জানান আর প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর Subscribe করে শিঙে থাকুন
Business Prime News. জীবন হোক অর্থবহ।