Trending

দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা হেরিটেজ রুট গুলোকে পলিউশন থেকে রক্ষা করতে ৩৫ টি বিশেষ ট্রেন চালানো হবে বলে পার্লামেন্টে ঘোষণা করা হয়েছিল। ইলেকট্রিক, বাষ্প বা ডিজেল চালিত নয়, এই বিশেষ ট্রেনগুলো চলবে হাইড্রোজেন জ্বালানির দ্বারা। আর এই হাইড্রোজেন ফর হেরিটেজ প্রকল্পের প্রথম ট্রেনটি পেতে চলেছে হরিয়ানা। ভারতীয় রেল মন্ত্রক ঠিক করেছে যে, নর্দার্ন রেলের অধীনে থাকা ঝিন্দ-শোনপথ রুটে এই হাইড্রোজেন ট্রেন প্রথম চলবে।
সম্প্রতি বেশ কয়েক বছর ধরে দেশের যাতায়াত ব্যবস্থায় যে ব্যাপক উন্নয়ন হয়েছে সে ক্ষেত্রে ভারতীয় রেলের ভূমিকা অনস্বীকার্য। বন্দে ভারত এক্সপ্রেসের মত আধা উচ্চগতির ট্রেন চালু করে সারা দেশকে যুক্ত করার কাজ চলছে। আগামী কয়েকবছরের মধ্যে দেশে বুলেট ট্রেন ও চলতে শুরু করবে। আর এরই মধ্যে হাইড্রোজেন ট্রেনের পরিকল্পনা বাস্তবায়িত হলে তা যে দেশের প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে এক বিরাট পদক্ষেপ হবে সে বিষয়ে সন্দেহ নেই।
রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা জানিয়েছেন, শক্তি সংরক্ষন এবং কার্বন নিষ্ক্রমণ কম করার বিষয়টিকে তারা ভীষণভাবে গুরুত্ব দিচ্ছেন। সেই কারণে রেলের বিভিন্ন দপ্তর, ইয়ার্ড ও কারশেডের ছাদে সৌর বিদ্যুতের প্যানেল ও বসানো হয়েছে। আর এই হাইড্রোজেন ইঞ্জিনের ব্যবহার শুরু হলে কার্বন ও নাইট্রোজেন যৌগের নিষ্ক্রমণ যে অনেকটা হ্রাস পাবে এবং আমাদের দেশ এর ভবিষ্যৎ আরও সবুজ ও দূষণ মুক্ত হবে তা আশা করা যায়।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ