Daily

আসছে ৫ বছরেই বিশ্বের মধ্যে এক নম্বরে থাকবে ভারতের অটোমোবাইল শিল্প। আগামী পাঁচ বছরের মধ্যে বৈদ্যুতিক গাড়ি রপ্তানিতে ভারতের স্থান সবার প্রথমে থাকবে। আর রপ্তানি বৃদ্ধির ফলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলি ভালো রাজস্ব পাবে। এদিন এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহনমন্ত্রী নিতিন গডকড়ী।
আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের সমগ্র অটোমোবাইল শিল্পক্ষেত্র সহ ইলেকট্রিক কার, স্কুটার, বাস, অটোরিকশা এবং ট্রাক রপ্তানি ক্ষেত্রকে শীর্ষে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি জানান, ইতিমধ্যেই বৈদ্যুতিক গাড়ি শিল্পে দেশে লেনদেন হয় ৭.৫ লক্ষ কোটি টাকা। আর আগামী পাঁচ বছরের মধ্যে সেটা যে ১৫ লক্ষ কোটির ঘর ছোঁবে, সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ গডকড়ী। এছাড়াও তার বক্তব্য থেকে এটুকু পরিষ্কার যে, এই শিল্পক্ষেত্রই সর্বাধিক কর্মসংস্থান তৈরি করবে।
পাশাপাশি ব্যবহারের অযোগ্য জল থেকে গ্রিন হাইড্রোজেন তৈরি, ইথানল, বৈদ্যুতিক গাড়ি এবং ফ্লেক্স ইঞ্জিন জাতীয় বিষয়গুলির উপর জোর দেন তিনি। নতুন স্টার্ট আপ সংস্থাগুলিকেও এগিয়ে চলার জন্য উৎসাহ দেন এদিন। আর বিদেশি রপ্তানি টানতে গেলে বৈদ্যুতিক গাড়ি বিক্রির খাতে যে দেশীয় বাজারকে চাঙ্গা করতে হবে, সে কথাও বারবার মনে করিয়ে দেন তিনি। তাই বারবার দেশের জনগণকে এবিষয়ে আলোকপাত করার জন্য আহ্বান জানান নিতিন গডকরি।
ব্যুরো রিপোর্ট