Daily

অ্যামাজন- গুজরাট চুক্তিতে বেঁকে বসলো দেশীয় ব্যবসায়ি সংগঠন। সম্প্রতি মার্কিন ই- কমার্স সংস্থা অ্যামাজন, গুজরাট সরকারের আওতায় শিল্প ও খনি দপ্তরের সাথে মউ চুক্তি স্বাক্ষর করে। যার পরেই গুজরাট সরকারের উপর রোস উগড়ে দেয় দেশীয় ব্যবসায়ি সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স।
তাদের দাবি, মার্কিন ই-কমার্স সংস্থা অ্যামাজন নাকি ব্যাবসায়ি আইন লঙ্ঘন করেছে। বাজারে প্রতিযোগিতা বিরোধীমূলক কাজ করেছে বলে দাবি করেছে ব্যবসায়ি সংগঠন। যদিও অ্যামাজন এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, গুজরাটের ক্ষুদ্র শিল্পের প্রসার ঘটাতেই তারা এই চুক্তি করেছে। এই ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে মেড ইন ইন্ডিয়া প্রডাক্টের গ্লোবাল ব্যবসার পথ প্রশস্থ করার লক্ষেই এই চুক্তি স্বাক্ষর করেছে অ্যামাজন, বলে সংস্থার দাবি।
যদিও চুক্তির ফলে আখেরে যে দেশেরই লাভ সে কথাই বারবার শোনাচ্ছে এই ই-কমার্স জায়েন্ট। কারণ এর ফলে গুজরাটের তৈরি বহু জিনিস অ্যামাজনের কোটি কোটি মানুষের কাছে সহজেই পৌঁছে দেওয়া যাবে। বলে বাড়বে চাহিদা, বাড়বে উৎপাদন, বাড়বে আয়। এখন সত্যিই এই চুক্তি দেশীয় ব্যবসায় জোয়ার আনতে পারে কিনা সেটাই দেখার।
ব্যুরো রিপোর্ট