Daily

করোনায় কোমর ভেঙ্গেছে ভারতীয় অর্থনীতির। ম্যানুফ্যাকচারিং শিল্প থেকে শুরু করে শিল্পের প্রায় প্রতিটি ক্ষেত্রই কার্যত ভেঙ্গে পড়েছে করোনার চাপে। এদিকে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে করোনার তৃতীয় টর্নেডো। যা ব্যপক ধ্বংসলীলা চালাবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। তবে এই ঘন কালো অন্ধকারে আশার আলো জ্বাললো রিসার্ভ ব্যাঙ্ক।
করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে একেবারে কোমর বেঁধে প্রস্তুত ভারতের ব্যবসায়িক ক্ষেত্র। অন্তত এমন পূর্বাভাসই দিলেন রিসার্ভ ব্যাঙ্কের গভর্নর, শক্তিকান্ত দাস। চলতি অর্থবর্ষে অর্থনীতির অগ্রগতি নিয়ে যথেষ্ট আশবাদী তিনি। জানালেন, এবছরের শেষের দিকে দেশের অর্থনৈতিক অগ্রগতি হবে ৯.৫%। যদিও কোভিড মহামারি যে একেবারে হাল ছেড়ে দেবে না, সে কথাও স্পষ্টভাবে বললেন তিনি। কিন্তু যাই হয়ে যাক, কোভিড প্রটোকল মেনে যে ব্যবসায়িকক্ষেত্রগুলি সেই ক্ষততে মলম লাগাতে প্রস্তুত তা আগাম জানিয়ে দিলেন শীর্ষ ব্যাঙ্কের এই কর্তা।
এখানেই শেষ নয়। তিনি আরও জানিয়েছেন, অতিমারির দ্বিতীয় ঢেউয়ের প্রভাব জুলাই-অগাস্ট মাসে পড়ার কারণে, চলতি ত্রৈমাসিকে ভালো ফল করবে ভারতীয় অর্থনীতি৷ পাশাপাশি, চলতি ত্রৈমাসিকে ৪% মুদ্রাস্ফীতি ব্যান্ডের লক্ষ্যমাত্রা ছোঁয়ার উপর জোর দেবে শীর্ষ ব্যাঙ্ক। আর ব্যাঙ্কের উপর যে বাজে ঋণের প্রভাব অর্থনীতিবিদদের ভাবাচ্ছে, তাও আসতে আসতে কাটিয়ে উঠবে ব্যাঙ্কগুলি, এমনটাই জানিয়েছেন তিনি। তবে এই সবটাই নির্ভর করবে, তৃতীয় ঢেউয়ের ভয়াবহতা কতটা হবে তার উপর।
ব্যুরো রিপোর্ট