Prime
Trending
ভারতীয় মেধার জয়জয়কার
By sanchitabpn21 | July 26, 2021
ভারতীয় মেধার জয়জয়কার। পৃথিবীর বহু উচ্চ সংগঠনের ওপরের পদগুলিতেই রয়েছে ভারতীয়দের আধিপত্য। এমনটাই জানা গিয়েছে গ্লোবাল ডেটা থেকে। যেখানে বলা হয়েছে, নাসা থেকে শুরু করে বিশ্বের তাবড় সংস্থাগুলিতে রীতিমত দক্ষতার সঙ্গে পদ সামলাচ্ছে ভারতীয় মেধা। তার মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য আমেরিকা।
গ্লোবাল ডেটা অনুযায়ী, নাসার ৩৬% বিজ্ঞানীই ভারতীয় অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৪ জন ব্যক্তি ভারতীয়। একইভাবে কর্পোরেট জগতেও ভারতীয়দের সমান আধিপত্য রয়েছে। গ্লোবাল ডেটা সূত্রে জানা গিয়েছে, মাইক্রোসফটের ৩৪% কর্মী যেমন ভারতীয়, তেমনই আইবিএমের ২৮% কর্মীও ভারতীয়।
২০১৫-র হিসেব বলছে নেট জায়ান্ট সংস্থা গুগলে প্রায় ১৭ হাজার ভারতীয় কর্মী কাজ করে থাকেন। এবং ২০১৫-২০১৯ এর মধ্যে আনুমানিক ৭ লক্ষ ভারতীয় বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেছেন।
ব্যুরো রিপোর্ট