Market

ক্ষমতায় এলে সুইস ব্যাঙ্কে জমা কালো টাকা ফিরিয়ে আনবেন ভারতে। যা বিলি করা হবে দেশের গরিব মানুষের মধ্যে। এমনই প্রতিশ্রুতি ছিল তৎকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির। সেইসময় অভিযোগের আঙুল উঠেছিল মনমোহন সিং ক্যাবিনেটের দিকে। কিন্তু বাস্তবে হল উলটপুরাণ। দেখা গেল, নরেন্দ্র মোদির জমানায় ভারতীয়দের সুইস ব্যাঙ্কে গচ্ছিত জমা টাকা রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেল।
২০২০ সালে টাকার অঙ্ক ছুঁয়েছে ২০,৭০০ কোটি টাকায়। যা গত ১৩ বছরে সর্বোচ্চ। ২০১৮-১৯ সালে টাকার অঙ্ক কম জমা হলেও বর্তমানে তা বেড়ে গিয়েছে ২৮৬%। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই পরিসংখ্যান সামনে আসার পরেই মোদিকে খোঁচা দিতে শুরু করেছে কংগ্রেস। তবে বর্তমান ক্যাবিনেটের অর্থমন্ত্রক দাবি করছে, সুইস ব্যাঙ্কে টাকা রাখা মানেই তা কর ফাঁকি দেবার কালো টাকা নয়। যদিও কংগ্রেস এখন পাল্টা চাপ দিয়ে বলছে, সুইস ব্যাঙ্কে কার কত কালো টাকা রয়েছে কেন্দ্র প্রকাশ করুক। কেন টাকা জমার প্রবণতা বাড়ছে সেই তথ্যও প্রকাশ্যে আনার কথা বলেছে কংগ্রেস। যদিও মুখে কুলুপ মোদি ক্যাবিনেটের।
ব্যুরো রিপোর্ট