Daily

ভারতীয় স্ট্রেনই মারাত্মক। এমনকি গোটা বিশ্বের জন্য এই স্ট্রেন যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে। আতঙ্কে সিলমোহর দিয়ে স্পষ্ট জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু।
ভারতে লাগামছাড়া সংক্রমণের মাত্রা। পাল্লা দিয়ে চলছে মৃত্যু মিছিল। ইতিমধ্যে বহু দেশ এগিয়ে এসেছে ভারতকে সাহায্য করার জন্য। কিন্তু তাতেও যে ভাইরাসের পায়ে বেড়ি পরানো গেছে, এমনটা বলা যাচ্ছে না। সোমবার হু এর পক্ষ থেকে জানানো হল, B.1.617 ভাইরাসটি অত্যন্ত সংক্রামক। তাঁরা সন্দিহান ভ্যাকসিন কতটা এই ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী হবে।
এদিকে আন্তর্জাতিক মহল থেকে কেন্দ্রীয় সরকারকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে লকডাউনের ভাবনা চিন্তা করার জন্য। কিন্তু গতবছর লকডাউন করার কারণে ভারতের অর্থনৈতিক অবস্থা একেবারে খাদের ধারে গিয়ে দাঁড়ায়। তাই আবারও লকডাউন করার এখনই পক্ষপাতী নয় সরকার।
ব্যুরো রিপোর্ট