Daily

ইঙ্গিত মিলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে আশঙ্কা সত্যি হলো।
এক ধাক্কায় ভারতীয় শেয়ার বাজারের লগ্নিকারীরা হারালেন ৯ লক্ষ ১৫ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞরা বলছেন, মুম্বাই দালাল স্ট্রিটে ইন্দ্রপতনের পিছনে রয়েছে বিদেশি বহুজাতিক সংস্থাগুলির নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রির হিড়িক। বিক্রির হিড়িকেই চোখের পলকে ভারতীয় লগ্নিকারীরা এক বিরাট পরিমাণ ক্ষতির সম্মুখীন হলেন।
করোনা অতিমারির মধ্যেই বিশেষ করে তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই ৬০ হাজারের উপরে থাকা সেনসেক্স একটু একটু করে পতনের ইঙ্গিত দিচ্ছিল। সেই ইঙ্গিতের কফিনে পিন ফোটাল এক ঝাঁক বিদেশি বহুজাতিক কোম্পানির অতিরিক্ত তাড়াহুড়ো।
সোমবার টেক মাহিন্দ্রা, বাজাজ ফিনান্স, উইপ্রোর মত একাধিক সংস্থার শেয়ারের সূচক ছিল নিচের দিকেই। যে কারণে টালমাটাল হয়ে পড়ে দালাল স্ট্রিটের মজবুত ভিত। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারতের শেয়ার বাজারে এই অস্থিরতা তৈরির অন্যতম কারণ বিশ্ব বাজার। করোনার ধাক্কা সামলে এখনো পুরোপুরিভাবে হাল ফেরেনি আন্তর্জাতিক বাজারে। রয়েছে বিভিন্ন রকম সমস্যা। তার উপর গত সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বিদেশি লগ্নিকারিরা শেয়ার বেচে দিয়েছেন ১২,৫৪৩ কোটি টাকারও বেশি। তাই সবমিলিয়ে সোমবার ইন্দ্রপতন দেখল দালাল স্ট্রিট। তবে আর্থিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই পতনের ফলে তেমন কোন ক্ষতি আগামীতে হবে না। যে গতিতে শেয়ারের সূচক ঊর্ধ্বমুখী ছিল তাতে করে এই পতন সংশোধনেরই কাজ করল। যে কারণে বিনিয়োগকারীদের লগ্নি করার পথ খুলে গেল অনেকটাই।
ব্যুরো রিপোর্ট