Market

ক্রমশই কমছে টাকার দাম। অতিমারির পরে টাকার দামের অনেকটাই পতন হয়েছে ডলার সাপেক্ষে। বর্তমানে ১ ডলারের দাম টাকার নিরিখে ৭২ টাকা ০৪ পয়সা। পাউন্ডে টাকার মূল্য সেঞ্চুরি ক্রশ করে যায়। অর্থাৎ বিশ্বের প্রথম সারির দেশগুলোতে ভারতীয় টাকার মূল্য বেশ কম। কিন্তু আপনি কি জানেন, পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেখানে টাকার দাম ঊর্ধ্বমুখী? আসুন জেনে নেওয়া যাক কোন কোন দেশে ভারতীয় টাকার অভিমুখ এখনও রয়েছে ওপরের দিকেই।
ভিয়েতনামঃ
ভিয়েতনামে টাকাকে ডং হিসেবে ধরা হয়। সেখানে ১ ভারতীয় টাকা মানে ভিয়েতনামী মুদ্রায় দাঁড়াচ্ছে ৩১০ ডং-এ।
ইন্দোনেশিয়াঃ
প্রায় ৫ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত ইন্দোনেশিয়া। এই দেশেও মুদ্রার মান ভারতীয় টাকার অঙ্কের থেকে নিচে। এখানে ভারতীয় টাকা এই দেশের ১৯৮ ইন্দোনেশিয়া রুপিয়ার সমান।
লাওসঃ
পর্বতময় স্থলভাগ দিয়ে ঘেরা এই দেশটির মুদ্রার মানের চেয়ে ভারতীয় মুদ্রার মান অনেকটাই ওপরে থাকে। এই দেশে ভারতীয় মুদ্রায় ১ টাকা মানে তা লাওসের ১২৭ লাওশিয়ান কিপের সমান।
আইসল্যান্ডঃ
পাহাড়, জঙ্গল, সমুদ্রে ঘেরা এই দ্বীপটিতে আনুমানিক জনসংখ্যা ৩, ২৯, ১০০। এই দেশে ভারতীয় মুদ্রার ১ টাকার বিনিময়ে পাওয়া যায় ১.৬৮ আইসল্যান্ডিক ক্রোনা।
নেপালঃ
ভারতের ঠিক পাশেই অবস্থিত এই ক্ষুদ্র দেশটিতেও ভারতীয় টাকার মূল্য একটু বেশি। এখানে ভারতীয় ১ টাকার সমান হল নেপালি টাকায় ১.৬০ টাকা।
শ্রীলঙ্কাঃ
ভারতের দক্ষিণে অবস্থিত এই সমুদ্র ঘেরা একটি ছোট দেশ শ্রীলঙ্কা। এখানেও ভারতীয় মুদ্রার ১ টাকা শ্রীলঙ্কার ২.৬৮ রুপির সমান।
এছাড়াও রয়েছে দক্ষিণ আমেরিকার প্যারাগুয়ে বা কম্বোডিয়ার মত দেশ। যেখানে ভারতীয় মুদ্রার মান এখনও ঊর্ধ্বমুখী। তবে এমন ভাবার কোন কারণ নেই যে সে দেশের টাকার অঙ্ক ভারতীয় টাকার চেয়ে কম হওয়ার কারণে দেশগুলি অনেকটা পিছিয়ে পড়েছে। বরং বলা যেতে পারে এই দেশগুলির অধিকাংশই ভারতীয় জীবন যাত্রার চেয়ে যথেষ্ট এগিয়ে।
ব্যুরো রিপোর্ট