Jobs

দেশের যোগাযোগ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হল রেল। প্রতিদিন প্রায় কোটি কোটি মানুষ এই রেলের পরিষেবার ওপর ভরসা করে বাড়ি থেকে বের হন। ভারতের অর্থনীতিতে রেলের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। বহু মানুষের জীবিকা এই রেলের ওপর নির্ভরশীল। এবার ভারতীয় রেল স্টেশনগুলোতে সাধারণ মানুষকে অল্প বিনিয়োগে আয়ের সুযোগ করে দিচ্ছে ভারতীয় রেল।
কেন্দ্রীয় সরকারের ‘ভোকাল ফর লোকাল’ নীতিকে প্রচার করার জন্যই ভারতীয় রেল ২০২২ সালে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট স্কিম আরম্ভ করে। উদ্দেশ্য- সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবিকা অর্জনের পথ প্রশস্ত করা, সারা ভারতে রেল স্টেশনগুলোতে স্থানীয় পণ্য বিক্রিতে উৎসাহ দেওয়া এবং স্থানীয় কারিগর, তাঁতি, কারুশিল্পীদের দক্ষতা বাড়ানো। স্থানীয় পণ্য প্রদর্শন, বিক্রি র জন্য রেলওয়ে নির্দিষ্ট স্টল,বহনযোগ্য স্টল,ট্রলি র মত আউটলেট সরবরাহ করবে।
যে কোন উৎসাহী মানুষ তার এলাকার স্থানীয় পন্য বা দেশীয় পণ্য এগিয়ে আসতে পারেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি ও যোগাযোগ নম্বর সহ সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের কাছে তার আবেদন জমা দিতে পারেন। পণ্যের মধ্যে থাকতে পারে প্রত্নবস্তু, হস্তশিল্প, টেক্সটাইল ও তাঁত জাত পণ্য, খেলনা, চামড়ার দ্রব্য, ঐতিহ্যবাহী যন্ত্রপাতি, কৃষিপণ্য, পোশাক ,রত্ন ও গহনা, প্রক্রিয়াজাত এবং আধা প্রক্রিয়াজাত খাদ্য দ্রব্য ইত্যাদি। এই স্কিম কার্যকর হলে বহু কৃষক, আদিবাসী, তাঁতি, নিবন্ধিত মাইক্রো এন্টারপ্রাইজের সঙ্গে যুক্ত সদস্য উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ