Daily
বিনা টিকিটে ট্রেনে চড়ছেন? মান-সম্মান খোয়াবেন নাকি! ফাইন তো দেবেন-ই। একইসঙ্গে রাস্তাঘাটে নিজের ইমেজ-এর বারোটা-পাঁচ বাজিয়ে ফেলবেন। কারণ এবার এক এক কো চুন চুন -কে শায়েস্তা করতে প্রস্তুত পূর্ব রেল। পূর্ব রেলের হেডকোয়ার্টার থেকে এমনই হুঁশিয়ারি এসেছে। বিনা টিকিটে যাত্রা করলে কী পরিণতি হতে পারে- সেটা আগে শুনে নিন।
জাংশন স্টেশন গুলোর কথা বাদ দিন। এবার যাত্রাপথের যেকোনো স্টেশন থেকেই ট্রেনে উঠে পড়বেন টিকিট চেকাররা। তারপর টিকিট চেক করতে করতে আপনার কাছে পৌঁছবেন। আর কাছের স্টেশন বলে যদি টিকিট-টি না কেটে ট্রেনে উঠে পড়েন- তাহলেই গল্প। তাই নিজে বাঁচতে বা অন্যকে বাঁচাতে ৫ টাকা ১০ টাকা দিয়ে টিকিটটা আগে কেটে ফেলুন। মনে রাখবেন, এক টিকিটে ডেসটিনেশন। আর বিনা টিকিটে, পুলিশ স্টেশন।
তাছাড়া রেলে টিকিট কাটার এখন হাজার একটা উপায়। ইউটিএস-ও এসে গিয়েছে। তাতেও যদি না হয়- হাতে সময় নিয়ে বের হন। নির্দিষ্ট স্টেশনের টিকিট কেটে তবেই ট্রেনে উঠুন। আর যাই হোক, বিনা টিকিটে ট্রেনে চড়া তো কোনভাবে গর্বের কাজ হতে পারে না। বরং সেটা লজ্জাজনক।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ