Trending
দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং এ বড়সড় পরিবর্তন আনল ভারতীয় রেল।আর ১২০ দিন অর্থাৎ ৪ মাস নয়, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে এ বার ৬০ দিনে অর্থাৎ ২ মাসে রিজার্ভেশন চালু করছে রেল। এই নতুন নিয়ম কার্যকর হতে চলেছে পহেলা নভেম্বর থেকে। ওয়েটিং লিস্টের ভয়ে অনেকেই আগেভাগে টিকিট কেটে রাখতেন।কিন্তু এবার সেই আগেভাগে টিকিট কেটে রাখার সময়সীমাকে ১২০ দিন থেকে কমিয়ে করে দেওয়া হল ৬০ দিন। কিন্তু এ বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখা দরকার, ট্রেনের টিকিট ক্যান্সলেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি।এই বিষয় ঠিক কি জানিয়েছে রেল কর্তৃপক্ষ দেখে নিন
কিন্তু যারা ইতিমধ্যেই ১২০ দিনের সময়সীমায় টিকিট কেটেছেন অর্থাৎ রিজার্ভেশন করেছেন তাদের কি হবে? রেল কর্তৃপক্ষ জানিয়েছেন তাদের কোন চিন্তা নেই। তারা যেভাবে টিকিট কেটে রিজার্ভেশন করেছেন সে ক্ষেত্রে কোন গ্রহণ প্রভাব পড়বে না। তবে যারা বিদেশী নাগরিক তাদের জন্য নিয়মে কোন পরিবর্তন করেনি রেল। আগের নিয়ম মেনে এখনও ৩৬৫ দিন অর্থাৎ এক বছর কি তাদের বুকিং করতে হবে।
এই বিষয়েও সুস্পষ্ট বার্তা দিয়েছে রেল কর্তৃপক্ষ দেখে নিন.