Market
আমরা প্রত্যেকেই করোনার দু’নম্বর ঝাপটা খেয়ে কমবেশি ক্ষতিগ্রস্ত। দেশের অর্থনৈতিক পরিকাঠামো অনেকটাই ভেঙে গিয়েছিল করোনার দুটো ঢেউয়ে। সেখান থেকে আবারো কিভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই ছিল কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। তারপর থেকেই দেশ আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর জন্য সবদিক থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার সুফল যে ভারতীয় রেলওয়ে পেয়েছে সেটাই উঠে এলো এক সাম্প্রতিক তথ্যে।
গত বছরের থেকে অনেকটাই বেশি পণ্য পরিবহন করেছে রেল। ফলে রেলের উপার্জনও গত বছরের তুলনায় বেশ কিছুটা বেড়েছে। নর্দার্ন রেলের দিল্লি ডিভিশন এই রেকর্ডটি করেছে। ২০২০ সালের নভেম্বরে ১.৯৮ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছিল নর্দার্ন রেলের দিল্লি ডিভিশন। এই বছরে পণ্য পরিবহন বেড়েছে ৬.০৬ শতাংশ। এই বছর নর্দার্ন রেলের দিল্লি ডিভিশন ২.১০ মিলিয়ন টন পণ্য পরিবহন করেছে। কন্টেনার লোডিংয়ের সংখ্যাও অনেকটাই বেড়েছে। এছাড়া যেমন বৃদ্ধি পেয়েছে অটোমোবাইল পণ্যের লোডিং তেমনি বেড়েছে পেট্রোলিয়াম পণ্যের।
পণ্য পরিবহনের সংখ্যা বাড়া মানেই ব্যবসায়িক ক্ষেত্রগুলি চাঙ্গা হবার স্পষ্ট ইঙ্গিত মিলছে। গত বছর নভেম্বরে শুধুমাত্র পণ্য পরিবহন করে রেলের উপার্জন হয়েছিল ২৫২.৯৭ কোটি টাকা। সেখানে এই বছর নভেম্বর মাসে পণ্য পরিবহন করে রেলের আয় বেড়ে দাঁড়িয়েছে ২৮৪.৭৫ কোটি টাকা। আসলে রেল পরিষেবা যাত্রী ছাড়াও ভারতের গোটা ব্যবসায়িক ক্ষেত্রের জন্য গুরু দায়িত্ব পালন করে এসেছে। করোনার প্রকোপ আর বাড়তে না দেওয়ার জন্য রেল পরিষেবা একেবারে বন্ধ হয়ে যায়। তারপর যখন রেলের চাকা আবার গড়াতে শুরু করল তখন কেন্দ্রীয় সরকার যাত্রী পরিষেবা এবং পণ্য পরিবহনের উপরে বিশেষ নজর দেয়। তারই সুফল পেল ভারতীয় রেল।
ব্যুরো রিপোর্ট