Daily
যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে নিত্য নতুন পরিকল্পনা নিয়ে আসছে ভারতীয় রেল। আর যে কারণে বিমানের মতনই রেলেও বিজনেস ক্লাস নিয়ে আসার কথা ভেবেছিল রেল মন্ত্রক। তার জন্য ব্যস্ত রুটে বেসরকারি ট্রেন দৌড় করানোর পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু রেল মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, আপাতত এই সিদ্ধান্ত থেকে কিছুটা ব্যাকফুটে গেল রেল।
রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ট্রেনের মান এবং পরিষেবার একটা ধারণা যাত্রীদের মধ্যে তৈরি করার জন্য একাধিক তেজস এক্সপ্রেস চালানোর পরিকল্পনা নেয় আইআরসিটিসি। ঠিক সময়ে স্টেশনে যাতে ট্রেন পৌঁছে যায় সেটা নিশ্চিত করতে চালু করা হয় যাত্রীদের ক্ষতিপূরণের ব্যবস্থা। এক্ষেত্রে এক ঘণ্টা দেরি হলে রেলের তরফে দেওয়া হবে ১০০ টাকা, দু’ঘণ্টা বা তার বেশি হলে ক্ষতিপূরণ দেওয়া হবে ২৫০ টাকা মতন। উল্লেখ্য, প্রথমদিকে কয়েকটা রুটে এই ট্রেন চালানো হলেও বর্তমানে শুধু মুম্বই-আহমেদাবাদ এবং নয়াদিল্লি-লখনউ রুটে চালানো হচ্ছে ট্রেন। শুধু তাই নয়, এই কারণে গত ২ বছরে ৫৮ কোটি টাকা ক্ষতি হয় ভারতীয় রেলের। আর যে কারণে বেসরকারি ট্রেনের পরিকল্পনা আপাতত স্থগিত রাখল ভারতীয় রেল।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ