Jobs

বিপুল পদে নিয়োগ চলছে ভারতীয় ডাক বিভাগে। যারা এখনও আবেদন জানান নি, শীঘ্রই আবেদন করুন। কারণ আবেদনের সময়সীমা শেষ হয়ে গেলেও ভারতীয় ডাক বিভাগ আবারও চালু করেছে নিয়োগ প্রক্রিয়া। আবেদনের শেষ তারিখ আগে রাখা হয়েছিল ৩০ জুন পর্যন্ত বর্তমানে যা বাড়িয়ে করা হয়েছে ১৪ জুলাই।
কোন কোন পদে নিয়োগ চলছে?
ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদের রয়েছে ১৯৪০টি।
শিক্ষাগত যোগ্যতাঃ
যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতেই হবে। তবে মাধ্যমিকে বিষয়ের মধ্যে ইংলিশ এবং অঙ্ক থাকা আবশ্যিক। আবেদনকারিকে সাইকেল চালানো যেমন জানতে হবে তেমনই স্থানীয় ভাষায় দখল থাকতে হবে।
বয়সঃ
আবেদন জানানোর জন্য বয়স হতে হবে ১৮-৪০ এর মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। যদিও EWS শ্রেণির প্রার্থীরা বয়সে কোন ছাড় পাবেন না।
বেতনঃ
পদ অনুযায়ী বেতনের অঙ্ক নির্ভর করছে। বেতন রাখা হয়েছে ১০,০০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা পর্যন্ত।
ফিঃ
আবেদন জানানোর জন্য জেনারেলদের ১০০ টাকা ফি জমা দিতে হবে। তবে মহিলা, SC, ST এবং PWD ক্যান্ডিডেটদের জন্য কোনরকম ফি লাগবে না।
সময়সীমাঃ
আগে আবেদন জানানোর জন্য সময়সীমা ৩০ জুন পর্যন্ত রাখা হয়েছিল ঠিকই। কিন্তু বর্তমানে তার মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ১৪ জুলাই পর্যন্ত।
আরও বিস্তারিত জানার জন্য আবেদনকারিকে নজর রাখতে হবে পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলঃ
https://appost.in/gdsonline
ব্যুরো রিপোর্ট