Jobs

দেশের বিভিন্ন প্রান্তে চাকরির সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। সম্প্রতি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা। ৬৫ টি শূন্যপদে জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরিপ্রার্থীরা। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ iocl.com থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ মে।
বয়সসীমা- জেনারেল ক্যাটেগরির প্রার্থীদের বয়স ১৮-২৬-এর মধ্যে হতে হবে।
এসটি/ এসসি/ ওবিসি ক্যাটেগরির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে ছাড় আছে।
শিক্ষাগত যোগ্যতা- জুনিয়র আসিস্ট্যান্ট (প্রোডাকশন), জুনিয়র আসিস্ট্যান্ট (পি অ্যান্ড ইউ), জুনিয়র আসিস্ট্যান্ট ( পি অ্যান্ড ইউ- ও অ্যান্ড এম) পদে আবেদনের জন্য যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিভাগে ৫০ শতাংশ নম্বর সহ ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লমা থাকতে হবে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ৪৫ শতাংশ নম্বর নিয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে।
আবেদন প্রক্রিয়াঃ প্রথমে ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে হোমপেজ থেকে ‘কেরিয়ার’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আবেদন প্রক্রিয়া সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি দেখতে পাবেন প্রার্থীরা। সেটা দেখা আবেদন পত্র ফিল আপ করতে হবে এবং অবশ্যই আবেদন ফি জমা করতে হবে।
লিখিত পরীক্ষার দিন- ১১ জুন
লিখিত পরীক্ষার ফলপ্রকাশ- ২৭ জুন
এছাড়াও পোস্টের মাধ্যমে অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউট এবং নথিপত্র জমা করতে হবে আগ্রহী চাকরিপ্রার্থীদের। নথি জমার শেষ তারিখ ১০ জুন।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ