Jobs

৩০০ টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। সম্প্রতি তেল সংস্থাটি চাকরি সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে, তাতে উল্লেখ করা হয়েছে যে, এই বিপুল পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করতে চলেছে তারা। আবেদন পদ্ধতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
অনলাইনেই আবেদন করা যাবে। সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্রটি পাওয়া যাবে। ওয়েবসাইটের লিঙ্ক- https://iocl.com/admin/img/Apprenticeships/Files/5e2a63d05ddd4450b45e90e4c7d31c65.pdf । আগামী ২৭ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করা যাবে। কাজের ধরণ হবে বিভিন্ন বিভাগে ট্রেনিং সংক্রান্ত। লিখিত পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবং বিজ্ঞাপিত যোগ্যতার মানদণ্ড পূরণের ভিত্তিতেই যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হওয়া আবশ্যিক।
শিক্ষাগত যোগ্যতা ও বেতনক্রম সম্পর্কে কিছুই জানানো হয়নি সংস্থার তরফে। তবে অ্যাপ্রেন্টিস পদে যেহেতু নিয়োগ তাই কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী স্টাইপেন্ড পাবেন নির্বাচিত চাকরিপ্রার্থীরা।
ব্যুরো রিপোর্ট