Market

আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে ডাক দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু স্মার্টফোনের বাজারে কঠিন প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেও গ্রাহকের আস্থা কোনভাবেই কুড়োতে পারল না দেশীয় স্মার্টফোন কোম্পানিগুলি। প্রতিযোগিতার বাজারে রীতিমত হোঁচট খেল মাইক্রোম্যাক্স, ইনটেক্স, লাভা এবং কার্বন। এককথায় MILK । একেবারে পিছনের সারিতে ঠেলে দিল শাওমি, রিয়ালমি, ভিভো, ওপোর মত একাধিক চিনা সংস্থা যারা বিপুল জনপ্রিয়তা নিয়ে এখনও ভারতে ধরে রেখেছে অধিকাংশ স্মার্টফোনের বাজার। অর্থাৎ ভারতীয় মোবাইল কোম্পানিগুলির ভাগ্যে দুর্যোগের ঘনঘটা।
সম্প্রতি একটি তথ্য থেকে জানা গিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে মাইক্রোম্যাক্স কোনরকমে ধরে রাখতে পেরেছে ০.৫% শেয়ার। লাভার শেয়ার মাত্র ০.৪%। অন্যদিকে একেবারে তলানিতে প্রায় শূন্যের কাছে পৌঁছে গেছে ইনডেক্স এবং কার্বন।
চিনের পরে ভারতই একমাত্র দেশ যেখানে রয়েছে স্মার্টফোনের বিপুল বাজার। মনে করা হচ্ছে, আগামী দু’বছরের মধ্যে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা পৌঁছে যাবে ৮২০ মিলিয়নে। যে কারণে ভারতীয় কোম্পানিগুলির জন্য এক বিরাট অঙ্কের সম্ভাব্য মার্কেট তৈরি হতে পারত। যদিও এখনই হাল ছাড়তে নারাজ মাইক্রোম্যাক্স। সংস্থার সহ-অধিকর্তা রাহুল শর্মা জানিয়েছেন, অতিমারির দ্বিতীয় ঢেউ গোটা আর্থিক ব্যবস্থাকেই ভেঙে দিয়েছে। তাই বিক্রিও কমেছে অনেকটা। কিন্তু আবারও জনপ্রিয়তা অর্জনের জন্য ঘুরে দাঁড়াবার প্রস্তুতি নিচ্ছে মাইক্রোম্যাক্স।
ব্যুরো রিপোর্ট