Market

করোনা আবহে একদিকে যখন ঝাঁপ ফেলেছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স। তখন প্রতিদিনই বিশ্বব্যাপী দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে ওটিটি প্ল্যাটফর্মগুলি। জনপ্রিয়তার নিরিখে তার মধ্যে অবশ্যই রয়েছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মত একাধিক ওটিটি প্ল্যাটফর্ম। দীর্ঘমেয়াদী লকডাউন থেকে এই সকল ওটিটি প্ল্যাটফর্মগুলির জনপ্রিয়তা পৌঁছয় শীর্ষে। বিশ্বের অন্যান্য দেশের মত ভারতেও নেটফ্লিক্স নামে প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে দারুণ প্রতিযোগিতায়। কিন্তু সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে স্পষ্ট, জনপ্রিয়তার নিরিখে নেটফ্লিক্স অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের থেকে এগিয়ে থাকলেও ভারতের বাজারে জোর ধাক্কা খেয়েছে। আর তাতেই রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন সংস্থার কর্ণধার রিড হেস্টিংস।
সম্প্রতি সংস্থার তরফ থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। যেখানে দেখা গিয়েছে, ২০২১ সালে নজিরবিহীন কমেছে সাবস্ক্রিপশনের হার। এক ধাক্কায় ৫০% কমে গিয়েছে সাবস্ক্রিপশন। অন্যদিকে সাবস্ক্রাইবার বৃদ্ধিতেও লক্ষ্য করা গিয়েছে ভালোরকম পতন। এমনকি নেটফ্লিক্সের শেয়ার দরেও নেমেছে ভাটা। ২০ শতাংশ হ্রাস পেয়ে নেটফ্লিক্স পিছিয়ে পড়েছে শেয়ার বাজারের ইঁদুর দৌড়ে। যার দরুন সংস্থার বাজার মূল্য এক ধাক্কায় কমেছে ৪৫ বিলিয়ন ডলার। তারপরেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন নেটফ্লিক্সের কর্ণধার। ভারতের মত বাজারকে একটানা ধরে রাখার জন্য চেষ্টার কোন গাফিলতি করছে না নেটফ্লিক্স। সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়াতে গেমিং ফিচার আনার চেষ্টাও করছে তারা। তবুও শেষমেষ কিছুতেই নিজের জায়গা ধরে রাখতে পারল না নেটফ্লিক্স।
ব্যুরো রিপোর্ট