Market
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। সঙ্গে মূল্যবৃদ্ধি, সরবরাহের সমস্যা, চিনে লকডাউন। সব মিলিয়ে বিশ্ব বাজারে দেখা গিয়েছিল অনিশ্চয়তার আভাস। যা ২০২৩ সালে আমেরিকার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে নিয়ে যেতে পারে বলে মনে করছিলেন আর্থিক বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছিল বেশ উদ্বেগ। কিন্তু ভারতের বাজার যে তুলনামূলকভাবে অনেকটা স্থিতিশীল রয়েছে, তার প্রমাণ পাওয়া গেল আবারও। কারণ মঙ্গলবার ভারতের বাজার ছিল বেশ ঊর্ধ্বমুখী।
শেয়ার বাজারে মঙ্গলবার যে স্টকগুলি লাভের পরিমাণ সবচেয়ে বেশি দেখিয়েছে, তাদের মধ্যে অন্যতম হল পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া, টাইটান এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। বিএসই মিডক্যাপের সঙ্গে বিএসই স্মলক্যাপের সূচকও বৃদ্ধি পায়। লেনদেনের জন্য বিএসই-তে যে শেয়ারগুলি ছিল একেবারে শীর্ষে তার মধ্যে অন্যতম অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজুকি, টাটা কনসালটেন্সি সার্ভিস। আর নিফটির সূচকে শীর্ষে থাকা শেয়ারগুলি হল আদানি পোর্টস অ্যান্ড স্পেশ্যাল ইকোনমিক জোন, বাজাজ অটো, হিরো মটোকর্প।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ