Daily

রক্ত গরম করা একটা ম্যাচের সাক্ষী থাকলো ২০২১ টোকিও অলিম্পিক্স। বাঘের মতো সে যুদ্ধক্ষেত্রে আসল, অপোনেন্টের চোখে, চোখ রেখে লড়লো, এবং ম্যাচ জিতলো। আবারও সুদূর সূর্যোদয়ের দেশে জয়জয়কার ভারতীয় কন্যার।
চোখে বিন্দুমাত্র ভয় নেই তার। লড়ে চলেছে গোটা ম্যাচ জুড়ে। ম্যাচ দেখতে দেখতে শিরদাঁড়া দিয়ে যে ঠান্ডা স্রোত বইছিল তা নির্দ্বিধায় স্বীকার করলেন, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট অজয় সিংহ। ২১শের টোকিও অলিপিক্সে তাইওয়ানিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন নিন-শিন শেন কে পরাজিত করে নিজের নামে মেডেল সুরক্ষিত করলেন ভারতের লভলিনা। আর এভাবেই যদি তিনি লড়ে যান, তবে সোনা যে ভারতের ঘরে আসতে দুবার ভাববে না, সে কথাও বললেন অজয়। ২০১২ তে মেরি কমের পর এই প্রথম বক্সিংয়ে মেডেল ভারতে আনতে চলেছেন কোনো বক্সার।
এদিকে ৭৫কেজির দৌড়ে পূজা রানী এবং ৯১কেজির দৌড়ে সতীশ কুমারও জয় পাওয়ার থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে। গত শনিবার থেকে অমিত পোঙ্গাল তার ৫২ কেজির মহিমা দেখাতে শুরু করে দিয়েছে। প্রত্যেকেই বেশ কঠিন যুদ্ধের সম্মুখীন। করোনা পরিস্থিতি সাময়িক বাধা হয়ে দাঁড়ালেও, তাদের মনোবলকে ভেঙে দিতে পারেনি। পাখির চোখ, ঘরে মেডেল আনা। তাই কোনো বাঁধাই বাঁধা নয় তাদের কাছে।
গর্বিত পরিবার, গর্বিত গ্রাম, গর্বিত দেশ। গর্ব লভলিনা। লভলিনা ক্ষমতা নিয়ে কোনো সন্দেহই ছিল না বিএফআই এর প্রেসিডেন্টের। এখন ভারতের ঘরে আরও এক মেডেল আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
ব্যুরো রিপোর্ট