Daily

অতিমারির আবহ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। তার সঙ্গে রয়েছে টিকাকরণে জোর গতি। যার ফলে চাঙ্গা হচ্ছে বিমান পরিষেবার ক্ষেত্র। জানা গিয়েছে, বিভিন্ন চার্টার্ড ফ্লাইটে ব্যবসায়ীদের আকাশ সফর বেড়েছে আগের থেকে অনেকটাই। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে বিমান সফর যে গতি পেয়েছিল, দ্বিতীয় ঢেউয়ের পর তা মসৃণ গতিতে বেড়ে গিয়েছে অনেকটাই।
তবে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত অনেকেই বলছেন যে, অতিমারির পূর্ববর্তী সময়ে কর্পোরেট ট্র্যাভেলে যে ঢল নেমেছিল সেই পরিস্থিতি ফিরে আসতে এখনও সময় লাগতে পারে। কিন্তু ঘুরে যে দাঁড়াবে তার প্রমাণ পাওয়া যাচ্ছে বিমান সফরের বর্তমান ছবিটার দিকে নজর রাখলে।
উল্লেখ্য, বিখ্যাত বিমান সংস্থা ইন্ডিগোর শেয়ার অতিমারি পূর্বে বেড়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। ২০১৯ সালে করোনার প্রথম ঢেউ আছড়ে পড়ার পর যা একধাক্কায় নেমে আসে ২০ শতাংশে। সূত্রের খবর, জড়তা ছাড়িয়ে কর্পোরেট ট্র্যাভেল ৩ গুণ তাড়াতাড়ি ফিরছে নিজের জায়গায়। যে কারণে ইন্ডিগোর মত বিভিন্ন সংস্থা এখন নজর রাখছে বিভিন্ন আন্তর্জাতিক ডেসটিনেশনে যেখানে প্রয়োজন পড়বে চার্টার্ড ফ্লাইটের। আর সেদিকেই লক্ষ্য রেখে আকাশে আবার উড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন সংস্থার বিমান।
ব্যুরো রিপোর্ট