Market

করোনার দুটো ঢেউয়ে কার্যত বেহাল অবস্থা হয়েছিল দেশের অর্থনীতির। বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, মূল্যবৃদ্ধির মত বেশ কয়েকটি ইস্যু দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে অনেকটাই ভেঙে দেয়। তবে দুশ্চিন্তার মেঘ কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশ। কিন্তু আর্থিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এখনো মজবুত হয়নি অর্থনীতি। ফিরে আসেনি প্রাক-করোনার পরিস্থিতি। সেদিক থেকে দেখতে গেলে আদৌ কি পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারবে দেশের অর্থনীতি? সেই প্রশ্নটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। তারই এক সঠিক এবং সুস্থ দিশা দেখতে পাওয়া যাবে ১ ফেব্রুয়ারি। আসন্ন বাজেটে। যেখানে কেন্দ্র দেবে দূরদর্শিতার পরিচয়। এমনটাই মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।
সূত্রের খবর, দেশবাসী প্রত্যাশা করছে এবারের বাজেটে অনেকটাই সুরাহা দিতে পারবে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। তৈরি হবে চাহিদা, গতি আসবে কর্মসংস্থানে। জনস্বাস্থ্য পরিষেবা সহ এমএসএমই সেক্টরে আসবে জোয়ার। এমনকি বিনিয়োগেও মানুষের মনে আগ্রহ তৈরি হবে। কিন্তু করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় কেন্দ্র আদৌ প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা, সেই নিয়ে জোরালো হয়েছে ধোঁয়াশা। কেন্দ্র সহ রাজ্যগুলিতে থার্ড ওয়েভ অর্থনীতির গতিকে কিছুটা হলেও আটকে দিয়েছে। ফলে বেশ কিছু প্রথম সারির সংস্থাগুলিতে থমকে গিয়েছে কর্মসংস্থান। এই পরিস্থিতিতে কিভাবে আবারো কর্মসংস্থানে গতি আনা সম্ভব সেটাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের কাছে।
ব্যুরো রিপোর্ট