Market

করোনা আবহে নড়বড়ে হয়েছিল দেশের অর্থনীতি। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলে সেই অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সম্প্রতি মূল্যায়ন সংস্থা ইক্রা জানিয়েছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও আদতে এই টালমাটাল অবস্থা থেকে বেরিয়ে আসতে পারেনি দেশের অর্থনীতি।
সূত্রের খবর, ডিসেম্বরে তেমনভাবে ঘুরে দাঁড়াতে পারেনি অর্থনীতির বেশ কয়েকটি ক্ষেত্র। এরই মধ্যে আবারো তৃতীয় ঢেউ এসে পড়ায় অর্থনীতির শিয়রে তৈরি হয়েছে সংকট। সংক্রমণকে ঠেকাতে রাজ্যগুলি ইতিমধ্যেই জারি করেছে বেশ কিছু বিধিনিষেধ। যা অর্থনীতির গতিপথে আবারো কাঁটা বিছিয়ে দিয়েছে। সূত্রের খবর, অর্থনীতির ১৫টি ক্ষেত্রর মধ্যে ন’টি ক্ষেত্র ইতিমধ্যেই আবার কিছুটা পঙ্গু হয়ে পড়েছে। পেট্রোল ডিজেল, ই-ওয়ে বিলের মত বেশ কয়েকটি ক্ষেত্র ব্যপকভাবে দুর্বল হয়ে পড়েছে। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য যেকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরনের প্রক্রিয়াকে মাথায় রেখেছে তার মধ্যে অন্যতম হল এলআইসি। এলআইসি বিলগ্নিকরণ অবশ্যই কেন্দ্রীয় সরকারের রাজকোষের ঘাটতি অনেকটাই মিটিয়ে দেবে। এখন কেন্দ্র অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য আর নতুন কোন পদক্ষেপ গ্রহণ করে কিনা, সেদিকেই তাকিয়ে রয়েছেন আর্থিক বিশ্লেষকরা।
ব্যুরো রিপোর্ট