Daily

সারা বিশ্বজুড়ে যখন মন্দা ভয়াবহ আকার নিচ্ছে, ঠিক তখনই ভারতীয় অর্থনীতিকে উজ্জ্বল আলোকশিখার সঙ্গে তুলনা টানল আইএমএফ। বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য দেশের তুলনায় ভারতীয় অর্থনীতি যথেষ্ট ভালো বলে মনে করা হচ্ছে। এমনকি আইএমএফ আশা রাখছে, অর্থনৈতিক পরিকাঠামোতে সামান্য কিছু সংস্কার করতে পারলে ১০ ট্রিলিয়ন ডলারের গণ্ডিও ছুঁতে পারবে ভারতীয় অর্থনীতি।
এই বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে জানানো হয়, অতীতে অনেক পিছিয়ে থাকা দেশও খুব দ্রুত হারে তাদের অর্থনীতিকে বৃদ্ধি করতে সক্ষম হয়েছিল। এবং বর্তমানে সেই দেশগুলোর অর্থনৈতিক ভিতও যথেষ্ট মজবুত। সুতরাং, ভারতের মতন উন্নয়নশীল দেশের পক্ষে এই গণ্ডি ছুঁতে পারাটা খুব একটা অসম্ভবের কিছু নয়। সঙ্গে জানানো হয়েছে, অর্থনীতিকে এত বৃহৎভাবে প্রসার করা ভারতের কাছে খুব একটা সহজসাধ্য নয়। তাই অর্থনৈতিক পরিকাঠামোকে সংস্কার করার প্রয়োজন রয়েছে।
প্রসঙ্গত, এর আগে জুলাইতে আইএমএফ অনুমান করেছিল, ভারতে অর্থনৈতিক বৃদ্ধির হার পৌঁছতে পারে ৭.৪ শতাংশে। মঙ্গলবার World Economic Outlook এর রিপোর্টে আইএমএফ সেই বৃদ্ধির হার কমিয়ে এনেছে ৬.৮ শতাংশে। একই ভাবে আইএমএফ-এর রিপোর্টে ২০২৩ সালের বিশ্বের জিডিপি বৃদ্ধির হারও কাটছাঁট করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে তা কমে দাঁড়িয়েছে ২.৭ শতাংশে। যদিও এত কিছু সত্তেও আইএমএফ মনে করছেন, ২০২৩ সালে মন্দা আসার সম্ভাবনা অনেকে অনুমান করলেও পরিস্থিতি এখনও ততটা খারাপ হয়নি।
বিজনেজ প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ