Jobs

দেশে বেকারত্ব বৃদ্ধির হারে করোনা যেন অনুঘটক। দেশে কর্মহীন মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। তবে এই কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়েও একটা চাকরির আশায় রয়েছেন অনেকেই। চাকরির কথা মাথায় আসলে সরকারি চাকরি থাকে তালিকার শীর্ষে। সুখবর দিলো ইন্ডিয়ান কোস্ট গার্ড। একাধিক পদে কর্মী নিয়োগ করতে বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সংস্থার তরফে Navik ও Yantrik পদে একাধিক কর্মী নিয়োগ করবে তারা।
আগামী ২রা জুলাই থেকে ১৬ই জুলাই পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। আবেদন করতে ক্লিক করুন নিচের লিংকে
https://joinindiancoastguard.cdac.in
শূন্যপদ
মোট ৩৫০ কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে Navik(জেনারেল) পদে ২৬০ জন ও Navik(ডোমেস্টিক ব্রাঞ্চ) পদে ৫০ জন প্রার্থী নিয়োগ করা হবে। এছাড়াও Yantrik (ইলেক্ট্রিক্যাল) পদে ১৩ জন Yantrik(মেকানিকাল) পদে ২০ জন এবং Yantrik(ইলেক্ট্রনিক্স)-এ ৭ জন কর্মী নিয়োগ করা হবে।
বেতন
সংস্থার বিজ্ঞপ্তিতে পে স্কেল হিসেবে বেতনের কথা বলা হয়েছে। লেভেল ৩ অনুযায়ী Navik পদের জন্য ২১,৭০০ টাকা এবং লেভেল ৫ অনুযায়ী Yantrik পদের জন্য ২৯,২০০ টাকা বেতন ধার্য করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
সিবিএসসি কর্তৃক বোর্ড থেকে (১০+২) গণিত ও পদার্থবিদ্যায় উত্তীর্ণ হওয়া প্রার্থীরা আবেদন করতে পারবেন। Navik এই জন্য সিবিএসসি দশম শ্রেণীর উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
ব্যুরো রিপোর্ট